কাওসারী ও মুন্নীসহ গ্রেফতারকৃতদের মুক্তির দাবী জানিয়েছে জাতীয় মানবাধিকার সমিতি

0
81

নিজস্ব প্রতিনিধিঃ-খুলনায় ছাত্রলীগ, বিএনপি-ছাত্রদল ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় জাতীয় মানবাধিকার সমিতির খুলনা মহানগর আহ্বায়ক, বিশিষ্ট কবি কাওসারী জাহান মঞ্জু ও স্বাক্ষর ফাউন্ডেশনের পরিচালক, নারী নেত্রী মুন্নী জামান মুন্নীসহ ৪১জনকে গ্রেফতারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন এবং খুলনা মহানগর সদস্য সচিব মো. জসিমউদ্দিন।

শুক্রবার (২৭ মে) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তির দাবী জানিয়ে বলেন, গণগ্রেফতার গণতান্ত্রিক রাজনীতির জন্য কোন শুভ পক্রিয়া নয়। জনগনের ন্যায় সংগত দাবি আলোচনার মধ্য দিয়েই সমাধান করতে হবে। গ্রেফতারের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়।তারা অবিলম্বে কাওসারী জাহান মঞ্জু, মুন্নী জামান মুন্নীসহ ৪১জনের নি:শর্ত মুক্তির দাবী জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে