আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবুর একক উদ্যোগে বঙ্গবন্ধু পরিষদের ১৫ বছরের সাংগঠনিক কর্মকান্ডের কিছু ছবি নিয়ে ‘প্রয়াত ডা.এস এ মালেক এর স্মৃতি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান ২৩ জানুয়ারি, সোমবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন। এর পূর্বে তিনি ফোজিত শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি আলোকচিত্র প্রদর্শনী দেখে মুগ্ধ ও অভিভূত হন। তিনি বলেন, ফোজিত শেখ বাবু একজন গুণী আলোকচিত্র শিল্পী ও পরিশ্রমি ছেলে। ছবি স্মৃতি বহন করেএই প্রদর্শনী সেই প্রমাণই দেয়। ডা. এস এ মালেক ছিলেন, মনে প্রাণে খাটি বাঙালি, অসাম্প্রদায়িক চেতনার মানুষ ও বঙ্গবন্ধুর একনিষ্ঠ ভক্ত। তিনি সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশ সেবায় কাজ করে গেছেন। এই ছবিগুলো ডা এস এ মালেকের বঙ্গবন্ধু পরিষদের বিগত ১৫ বছরের স্মৃতি বহন করছে। শুধু ঢাকা শহর নয়, গ্রাম-গঞ্জে, দেশে-বিদেশে সর্বত্র এরূপ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হলে একদিকে যেমন ডা. এস এ মালেক এর কর্মময় জীবন নতুন প্রজন্ম জানতে পারবে, ঠিক তেমনই তারা বঙ্গবন্ধুর আদর্শে ও নীতি দর্শনে অনুপ্রাণিত হয়ে দেশ সেবায় ভূমিকা রাখবে। আমাদের মহান স্বাধীনতা এসেছে ভাষা আন্দোলনের মাধ্যমে আর এই ঐতিহাসিক শহীদ মিনারে এই