বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দীর্ঘ ১৩ বছর পর যুক্তরাজ্য প্রবাসী শেখ তাহির আলী শাহ হত্যাকান্ডের বিচার চেয়ে গতকাল বাসিয়া মানব্ববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রবিবার পৌর শহরের বাসিয়া সেতুতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেয় বিশ্বনাথ সরকারী কলেজ, মাদানিয়া মাদ্রাসা, মোহাম্মদীয়া মাদ্রাসা, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের দেড়শতাধিক শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ বরাবরে স্মারকলিপিও দেয়া হয়।
বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষার্থী মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সেবুল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষার্থী শারমিন বেগম, সুমাইয়া বেগম, সেবুল মিয়া, মোহাম্মদীয়া মাদ্রাসার শিক্ষার্থী তানভীর আহমদ, মাদানিয়া মাদ্রাসার শিক্ষার্থী আবু হুয়াইরা, আনোয়ার পাশা, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাদিয়া আহমদ তান্নি ও রাজু আহমদ।
এসময় বক্তরা বলেন, শেখ হাসিনা সরকার থাকায় দীর্ঘ ১৩ বছর ধরে মামলাটি ঝুলিয়ে রাখা হয়েছে। এ মামলায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
উল্লেখ, ২০১১ সালের ২৫ জুন গভীর রাতে পৌর শহরের নিজ বাসাতে দূর্বত্তদের হাতে নিহত হন বিশ্বনাথ সরকারী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেরদাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী শেখ তাহির আলী শাহ। এসময় তার প্রবাসী ছেলে শেখ আজাদও গুরুতর আহত হন। শেখ তাহির আলী শাহ পৌর এলাকার জানাইয়া গ্রামের বাসিন্দা।