কবি প্রবীর সরদারে’র কবিতা : জতুগৃহ

0
30
কবি : প্রবীর সরদার

জতুগৃহ

প্রবীর সরদার

এখন কোথায় যাব? সামনে আঁধার
পেছনে জতুগৃহ, সীমানায় বাঁধা
পথগুলো বন্ধ আজ নেই পালাবার
ঘোলাজলে পড়ে আছি-এ কেমন ধাঁধা।

হয়তো ভুলে- কড়া নেড়ে গেছো ঘরে
সীমাহীন শূন্যতায় রেখেছি দু-চোখ
দূরে দূরে বসবাস কত অনাদরে
কিভাবে ফুটবে বলো – প্রেমের অশোক?

আমার গানের সুর লাগিয়েছো ঠোঁটে
তোমাকে ছুঁয়েছে শিশির ঢেউয়ের মতো
স্বপ্নেরা ডানা মেলে সাহসী দাপটে
জোনাকিরা জোছনায় স্নানে রত।

অসহায় হাত দুটো দেয় হাতছানি
ভিজে যাওয়া গলাটায় অস্ফুট স্বর
প্রেম- বিরহ নাকি প্রণয় বেনামী
তখনও কাঁপছে হিয়া – কাঁপছে অধর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে