সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বার বার নির্বাচিত মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল হিরণ। তিনি বিশ্বনাথ সদর ইউনিয়নের সাধু গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। বর্তমান মেম্বার আব্দুল জলিল হিরণ বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। বিগত দিনে উপজেলা আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচীতে তার সরব উপস্থিতি ছিল।
মঙ্গলবার আব্দুল জলিল হিরণ কেন্দ্রীয় আওয়ামী লীগের অফিস থেকে একক ভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর আগে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে ৫ জুন বর্ধিত সভায় আব্দুল জলিল হিরণ কে মনোনয়নের জন্য নাম কেন্দ্রে প্রেরন করা হয়। এবার জনসাধারণের ও দলীয় নীতি নির্ধারকদের অনুরোধ ও সমর্থনে তিনি চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন।
আব্দুল জলিল হিরণ মেম্বার হিসেবে একাধিক রাস্তা, ঘাট,ব্রিজ,কালভার্ট ইত্যাদিসহ মানুষের যাতায়াতের সুব্যবস্থা করেছেন। তিনি এলাকার একজন সুনামধন্য সালিশ ব্যক্তিত্ব ও সমাজের সাধারণ মানুষের কাছাকাছি পৌছে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাকে দলীয় মনোনয়ন দিলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে বলে তৃর্ণমুল মানুষের অভিমত।
আব্দুল জলিল হিরণ মেম্বার বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়নের জন্য ফরম জমা দিয়েছি। সভানেত্রী শেখ হাসিনা তৃণমূলের রাজনীতির সবকিছু সুক্ষ্ম দৃষ্টিতে দেখেন এবং খোজ খবর নেন। সে হিসেবে যোগ্যতার ভিত্তিতে আমাকে নৌকার প্রার্থী হিসেবে বেছে নেবেন বলে আশাবাদী। তিনি বলেন নৌকা প্রতীক দিলে নৌকার বিজয় নিশ্চিত হবে। ইনশাল্লাহ। এজন্য তিনি ইউনিয়নবাসীসহ সকলের দোয়া প্রার্থনা করেন এবং দলীয় নেতাকর্মিদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথসহ ৫ ইউনিয়নের ভোটগ্রহণ আগামী ১৭ জুলাই। মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ জুন, মনোনয়ন বাছাইয়ের তারিখ ১৯ জুন, প্রার্থীতা প্রত্যাহরের শেষ তারিখ ২৫ জুন। ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ ১৭ জুলাই।-বিজ্ঞপ্তি