বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটে বিশ্বনাথ সদর ইউনিয়নের দন্ডপানিপুর নিবাসী হাজী ছাইমউল্লা সাহেবের স্ত্রী ও বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা ফজলুর রহমান ফজলু সাহেবের মাতা জাহানারা বেগম মঙ্গলবার দুপুর ২.০০ ঘটিকার সময় মাউন্ট এডুরা হসপিটালে আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে স্বামী, সাত ছেলে, চার মেয়ে, নাতি-নাতীনসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাযা বুধবার (৩১ মে ২০২৩ইং) বাদ আসর ৫: ৩০ মিনিটে নংকীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেন।
Advertisement