লুসাইল শহরের ফেয়ারমন্ট এবং র্যাফেলস হোটেলে এই সম্মেলন হচ্ছে।
অনলাইন ডেক্স:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহায় তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন ।
লুসাইল শহরের ফেয়ারমন্ট এবং র্যাফেলস হোটেলে ২৩ থেকে ২৫ মে এই সম্মেলন হচ্ছে।
বাসস জানিয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে শেখ হাসিনা সোমবার সন্ধ্যায় কাতারের হাম্মাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান।
মঙ্গলবার তার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ‘থার্ড কাতার ইকোনোমিক ফোরাম: আ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ এর উদ্বোধনী সেশনে অংশ নেয়।