চোট পেয়ে আইপিএলের মাঝপথে দেশে ফেরা এই পেসারকে নিয়ে আছে শঙ্কা।

দুয়ারে কড়া নাড়ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজ সিরিজ। গুরুত্বপূর্ণ এই দুই লড়াইয়ে জশ হেইজেলউডকে পাওয়া নিয়ে আগে থেকেই শঙ্কায় আছে অস্ট্রেলিয়া। অনিশ্চয়তার সেই মেঘ অবশেষে কাটতে শুরু করেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সোমবার জানিয়েছে, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে অভিজ্ঞ পেসার হেইজেলউডকে পাওয়ার আশা করছে তারা।
১৮ মাস ধরে চোটের সঙ্গে লড়াই করছেন হেইজেলউড। বাম পায়ের অ্যাকিলিসের চোটে গত জানুয়ারির পর চার মাস মাঠের বাইরে ছিলেন তিনি। আইপিএল দিয়ে আবার মাঠে ফেরেন ৩২ বছর বয়সী এই পেসার।