বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার সামনে আরেকটি রাস্তা করতে দেওয়া হবে না

0
11

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে সড়ক ও জনপদের ভূমির উপর দিয়ে পৌরসভার বরাদ্দের নতুন করে আরসিসি একটি রাস্তা নির্মাণ কাজের উদ্যোগ নিয়েছেন মেয়র মুহিবুর রহমান। দশফুট প্রশস্থের রাস্তাটি বাসিয়া নদীর তীর (রাজনগর মোল্লারগাও) সড়ক হতে লাইটেস স্ট্যান্ড পর্যন্ত প্রায় ১৫০ফুট দৈর্ঘ্যরে। এতে ব্যয় ধরা হয়েছে ৪লাখ ৯৫হাজার টাকা। সম্প্রতি কাজ শুরু করা হলে শুক্রবার বিকেলে ওই কাজটি বন্ধ করে দেন মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ। গত দু’দিন ধরে ওই কাজটি বন্ধ রয়েছে। তাই দু’পক্ষের মধ্যেই চলছে চরম উত্তেজনা।

এনিয়ে রোববার বিকেলে বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ। সংবাদ সম্মেলনে মাওলানা শিব্বির আহমদ বলেন, দীর্ঘদিন ধরে একটি কুচক্রি মহল মাদ্রাসার সামনের ভূমিটি দখল করার জন্য পায়তারা করে আসছে। কিন্তু মাদ্রাসার কারণে সেটা পারছেনা। বর্তমানে স্বপ্নে পৌরসভা বাস্তবায়নের মাধ্যমে আমরা জনপ্রতিনিধিও পেয়েছি। এই পৌরসভায় নানা সমস্যা রয়েছে। এগুলো সামাধান না করে মাদ্রাসার সামনে দেখা যায় গভীর রাতে রাস্তার কাজ শুরু করা হয়েছে। পরে মাদ্রাসার শিক্ষক ছাত্রদের তুপের মুখে কাজ বন্ধ করে দেন। পরের দিন স্থানীয় কাউন্সিলর ফজর আলী মাদ্রাসায় এসে অনেক বিনয় করে এখানে রাস্তা করার অনুমতি চান। পরেরদিন মুরব্বিরা বসে তাকে একটি সুযোগ দিয়েছেন যে পরিকল্পনার মাধ্যমে সড়ক ও জনপদের সড়কের পাশ দিয়ে এই রাস্তা করার। কিন্তু মুরব্বিদের কথামতো পরিকল্পনা ছাড়া রাস্তার কাজ শুরু করায় আবারও আমরা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছি। তাই তিনি প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

এসময় আরও বক্তব্য রাখেন, মাদানিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা কামরুল ইসলাম ছমির, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব আরকুম আলী, তাজ উদ্দিন, আলহাজ্ব শফিকুর রহমান, দাতা সদস্য মুহিবুর রহমান, মাদ্রাসা মার্কেটের ব্যবসায়ী কাওছার আহমদ। বক্তব্যে তারা স্পষ্ট জানান যে, মাদ্রাসার সামনে কোন রাস্তা করতে দেয়া হবে না।

এবিষয়ে জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর ফজর আলী বলেন, সওজ’র ভূমি দখল করে অবৈধ দোকানপাঠ বসিয়ে ফায়দা হাসিল করছেন মাদ্রাসার মুহতামিম। সম্প্রতি পৌরসভার বরাদ্দ থেকে জনসার্থে সেখানে একটি রাস্তা করার পরিকল্পনা নেয়া হয়েছে। আর সেটি মুহতামিমের সাথে একাধিকবার বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন কাজ শুরু করতেই তারা বন্ধ করে দিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে