মানিক মন্ডল,খুলনাঃ আমাদের দেশে দক্ষ মানুষ নেই বলে চাকরি দিতে পারছে না কম্পানিরা। আমাদের দেশের অনেক ছেলে-মেয়েরা ভালো ভাবে ইংরেজি লিখতে পারে না যাতে করে অনেকে ইন্টারভিউ দিয়েও চাকরি পান না। আমাদের দেশের গ্রন্থনির্ভর শিক্ষা ভর করছে আমাদের তরুণ ছেলে মেয়েদের উপর। সময় উপযোগী বিশ্বের সাথে তাল মিলাতে আরও বেশী অগ্রসর হতে হবে। সেই কথা মাথায় রেখে তরুন সমাজকে এগিয়ে নিয়ে যেতে আমেরিকান কর্নার ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা ইংলিশ ডিপার্টমেন্টের সহযোগিতায় আয়োজন করা হয়েছে শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রী ইংলিশ রাইটিং কোর্স। জানুয়ারী ১৫ তারিখ পর্যন্ত এই কোর্সের জন্য রেজিস্টেশন করা গিয়েছে। রেজিস্টেশন অনেক বেশি হওয়াতে ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা ইংলিশ ডিপার্টমেন্টের হেড একটি পরীক্ষার আয়োজন করেন এবং যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের গত ২ ফেব্রুয়ারি প্রথম ক্লাস নেয়া হয়।