স্টাফ রিপোর্টিঃ ঢাকা-২৮ জানুয়ারি শনিবার ২০২৩: স্থানীয় সরকারের বিভিন্ন উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন/উপ-নির্বাচন আগামী ১৬ মার্চ ২০২৩ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে জাতীয় পার্টি দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে আগামী ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত। জাতীয় পার্টির চেয়ারম্যান এর বনানী কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০:৩০ মিনিট হতে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হবে। ১৬ মার্চ ২০২৩ ইং তারিখে অনুষ্ঠিত নির্বাচনে অংশ গ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণ করার জন্য জানানো হলো।
উল্লেখ থাকে যে, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৩ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ ২০২৩। আরও উল্লেখ্য যে, ৩ ফেব্রুয়ারি ও ১০ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ শুক্রবার মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে।