নিজস্ব প্রতিনিধিঃ রাসায়নিক পরিমাপে আন্তর্জাতিক মান অর্জনে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্বাবধানে এই অবিশ্বাস্য বৈজ্ঞানিক সম্মেলন। ২১ জানুয়ারী বিকালে সাইন্সল্যাবে প্রায় পাঁচশত বিজ্ঞানী, পলিসিমেকার, চিকিৎসক, উদ্যোক্তা, ব্যবসায়ী নিয়ে এই বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশে এখন অনেক বৈজ্ঞানিক গবেষণা ও চর্চা হয় এবং গবেষণার মান অনেক দেশের তুলানায় উন্নত। তার প্রমান- সাইন্সল্যাবে অনুষ্ঠিত ২০২৩ বৈজ্ঞানিক সম্মেলন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপন কান্তি ঘোষ সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউল হক সিনিয়র সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবেদ আকতার সিইও এবং এমডি, ইউনিলিভার বাংলাদেশ,মোঃ ইলিয়াস মৃধা, ব্যবস্থাপনা পরিচালক, প্রাণ গ্রুপ, সভাপতিত্ব করেন ড. মালা খান মহাপরিচালক, বিআরআইসিএম।প্রধান অতিথি হিসেবে এম এ মান্নান মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রনালয় থাকার কথা থাকলেও অসুস্থতার জন্য তিনি উপস্থিত থাকতে পারেন নি।

বাংলাদেশের বিজ্ঞানীরা কত কম খরচে কত ভালো কাজ করেন। প্রসঙ্গ উঠে এসেছিল বাংলাদেশে চিকিৎসার মান নিয়েও। বক্তাগণ বাংলাদেশে চিকিৎসকগণকে অকুণ্ঠচিত্তে প্রশংসা করেছেন এই মহান বৈজ্ঞানিক সম্মেলনে। জয় হোক বিজ্ঞানের। জয় হোক মুক্তচিন্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *