মানিক মন্ডল,খলনাঃ খুলনাতে বাড়ছে ট্রাফিক জ্যাম সাধারন মানুষ অসহায়। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ট্রাফিক জ্যাম বেধে ছিল খুলনা সোনাডাঙ্গাতে। গল্লামারী কিংবা বিশ্বরোড হয়ে যেতে হয় খুলনা মেডিকেল/২৫০ বেড হাসপাতাল এবং আবু নাসের হাসপাতালে রুগী এবং রুগীর পরিবহন। এই ট্রাফিক জ্যামের ফলে রুগী পরিবহন, চাকরিজীবী এবং ছাত্রদের ভোগান্তির শিকার হতে হয়। ট্রাফিক জ্যামের নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশ থাকলেও তারা ট্রাফিক জ্যাম রোধ করতে সফল হয়নি। সেখানে থাকা সাধারন মানুষদের থেকে জানা গিয়েছে এই ট্রাফিক জ্যামের মুল কারন বাস ও ব্যাটারী চালিত অটোরিক্সা এবং ধীরগতিতে রাস্তার উন্নয়ন কাজ। অনতি বিলম্বে এ বিষয়ে কর্তৃপক্ষের ব্যাবস্থা নেওয়া প্রয়োজন।