আসলাম ইকবালঃ চলচ্চিত্র ইন্ড্রাস্ট্রির একমাত্র বিনোদন সংস্থা ‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লিঃ’। ফিল্ম ক্লাবের বার্ষিক নির্বাচন-২০২২, ২৫ ডিসেম্বর এফডিসিতে অনুষ্ঠিত হবে। সকাল ১০.৩০ ঘটিকায়। সদস্যদের রেজিষ্ট্রেশন শুরু হবে সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। লিপু- জাহান পরিষদ ও লিটন-তায়েব পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন উপলক্ষ্যে ৭ সদস্যের একটি নির্বাচনী পরিচলানা বোর্ড গঠিত হয়েছে। খেরশেদ আলম খসরু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার ক্লাবের মোট ভোটার সংখ্যা ৫৮৪ জন। এফডিসির ১নং ফ্লোরে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকল প্রার্থীদের প্রতি রইল শুভ কামনা