স্টাফ রিপোর্টঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দু’দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার প্রথম দিনে দেশের সামগ্রিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয়। আলোচনায় সিদ্ধান্ত হয় যে, সদ্য ঘোষিত জাতীয় সংসদের শুন্য আসনের ঠাকুরগাঁও-৩ আসনটিতে ওয়ার্কার্স পার্টি তার নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করবে। সভায় উক্ত নির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থীকে জোটের প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়ার জন্য ১৪ দলের প্রতি আহবান জানিয়েছে। সেই মর্মে জোট নেত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠাবারও সিদ্ধান্ত নিয়েছে।
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির প্রস্তাবে, অর্থের প্রশ্ন তুলে সংসদের উপ-নির্বাচনসমূহে সিসিটিভি না দেয়ার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান হয় এবং জাতীয় সংসদকে সামনে রেখে এ সকল উপ-নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান হয়।
কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতিত্ব করেন, কমরেড রাশেদ খান মেনন এমপি। রাজনৈতিক রিপোর্ট উত্থাপন করেন, সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *