রুপসীবাংলা ৭১

কুষ্টিয়া বটতৈল আমজাদ হোসেনের পরকিয়ায় বাঁধা দেওয়ায় ট্রাক ড্রাইভার রুবেলকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা! কুষ্টিয়া থেকে জানা যায় বটতৈল খাজানগর  প্রগতি রাইছ মিলের কাছে কুষ্টিয়া ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য ড্রাইভার রুবেল হোসেনকে আজ বুধবার সকাল আনুমানিক ৮-৩০ এর সময় হাই ব্রিড নেতা ও এলাকার  ত্রাস বলে পরিচিত ওমর ফারুকের ভাই আমজাদ হোসেন দারিয়ে থেকে  রিয়াজ ও তার স্ত্রী,জমিরুল হোসেন জাম্বু ও তার স্ত্রীকে দাঁড়িয়ে থেকে পিটিয়ে হত্যা করে একটা ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

এলাকায় গুন্জন শুনা যায় আমজাদ হোসেনের সাথে ড্রাইভার রুবেল এর স্ত্রীর দীর্ঘ দিন পরোকিয়া চলছিল।তাদের ভাষায় খুব সম্ভব গতকাল কোন এক সময় রুবেল হাতেনাতে বিষয়টা ধরে ফেলায় জীবন দিতে হলো। প্রত্যক্ষদর্শীর জানায় সকাল আনুমানিক ৮-৩০ এর সময় আমজাদ হোসেন রুবেলকে ঘর থেকে ডেকে এনে মৃত্যু হওয়া পর্যন্ত মারধর করায়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘরে ডুকিয়ে গলায় দড়ি বেধে ঝুলিয়ে রাখে।

তাদের ভাষায় আনুমানিক দুপুর ২টার দিকে পুলিশ খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্হা নেয়। এ ব্যপারে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ওমর ফারুকের ভয়ে মুখ খুলছে না। কারণ ওমর ফারুক এলাকার বহু মানুষকে পথে বসিয়েছে। এটা যাতে আত্মহত্যা বলে চালিয়ে দিতে না পারে এই জন্যে পিআইবির হস্তক্ষেপ কামনা করে। আজ বৃহস্পতিবার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। কুষ্টিয়া সদর থানা ধারণা করছে এটা আত্মহত্যা, তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মূল ঘটনা জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *