রুপসীবাংলা ৭১
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হিন্দু পরিবারের ৯নারীসহ ১২ জন কে মেরে আহত। এলাকাবাসী আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনাটি রোববার সকালে লস্কর ইউনিয়নের ঠারুনবাড়ি চকগ্রামে। এঘটনায় থানা অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগে জানাযায়, উপজেলার লস্কর ইউপির ঠাকুরুন বাড়ির চকের মৃত পঞ্চরাম সরদারের ছেলে রনজিৎ সরদারদের সাথে একই এলাকার মোজাম কাগুজীর সাথে প্রায় ১৫ বছর ধরে ১২ বিঘা জমি নিয়ে বিরোধ চলে আসছে। আহত রনজিৎ সরদার জানান, আমাদের দখলে থাকা জমি রবিবার সকাল সাড়ে ৮টার দিকে অজিয়ার কাগুজীর ছেলে সুমন(৩৫), সোহাগ(৩২) ও মজিদ কাগুজীর ছেলে ভুট্টু কাগুজী (৫০) নেতৃত্বে ৩০/৪০ জন ওই জমি দখল নিতে যায়। এসময় আমরা বাঁধা দিতে গেলে আমি সহ আমাদের পরিবারের জয়ন্তী রানী সরদার (৪৫) কুঞ্জু সরদার (৬০), যমুনা সানা(৩৮), মঙ্গল সানা(৪৫), শ্যামলী সরদার(৩৫), রামপ্রসাদ সরদার (৪৩) চুমকি সানা(২০), লতা সরদার(১৮), রুপকিনি সরদার (৫৫), শিউলী সরদার(৩৫), পারুল সরদার (৫৫)কে হাতুড়ী ও বাঁশের লাঁঠি দিয়ে পিটিয়ে আহত করে। আহতদের এলাকাবাসী উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দোলা সাধু জানান, আহত ১২ জনের মধ্যে জয়ন্তী রানীর অবস্থা আশঙ্কা জনক রযেছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, মারপিটের ঘটনায় অভিযোগ পেয়েছি শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।