আড়াই হাজার লিটার চোরাই সয়াবিন তেল উদ্ধার

0
78

রুপসীবাংলা ৭১

নিজস্ব প্রতিনিধিঃ ভোলার দৌলতখান উপজেলা থেকে আড়াই হাজার লিটার চোরাই সয়াবিন তেল উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় একটি ট্রলার জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে দৌলতখান পৌরসভার রাধাবল্লভ বাজার সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় ভোলা কোস্টগার্ডের দক্ষিণ জোনের একটি টিম। এ সময় একটি ট্রলার থেকে আড়াই হাজার লিটার চোরাই সয়াবিন তেল উদ্ধার করা হয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

ভোলা কোস্টগর্ডের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল জানান, উদ্ধার করা চোরাই তেল ও ট্রলার দৌলতখান থানায় জমা দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে