বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মস্বীকৃত খুনিদের দেশে এনে দন্ড কার্যকর করার দাবি …বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ

0
82

স্টাফ রিপোর্টঃ ১৮ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দে রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় হুসেইন মো. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৭তম শাহাদাত বার্ষিকীর এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ইন্দু ভুষণ দেব, উপদেষ্টা বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ ও সাবেক উপ পরিচালক, প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগ। প্রধান অতিথির বক্তব্যে ইন্দু ভুষণ দেব বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মস্বীকৃত খুনিদের দেশে এনে দন্ড কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি বক্তব্যে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের উপদেষ্টা ও সাবেক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী আ.কা. ফজলুল হক বলেন, বঙ্গবন্ধুর দুঃসাহসী পদক্ষেপে প্রাথমিক শিক্ষা জাতীয়করণ ও প্রাথমিক শিক্ষকরা সরকারি কর্মচারী মর্যাদা লাভ করেন।
সভাপতির বক্তব্যে মো. সিদ্দিকুর রহমান বলেন, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের কোন নেতৃত্বের অহমিকা নেই। সকলকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সেবকের মনোভাব নিয়ে কাজ করতে আহ্বান জানান।
সভায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে মো. সিদ্দিকুর রহমানকে সভাপতি, এ. এ ছিদ্দিক মিয়া সাধারণ সম্পাদক, বিমান বাইন (গোপালগঞ্জ) সাংগঠনিক সম্পাদক, মোঃ গোলাম মোস্তফা (ঠাকুরগাঁও), সুব্রত রায়, মো. সাখাওয়াত হোসেনকে সভাপতিমন্ডলির সদস্য ও খন্দকার মনিরুজ্জামানকে উপদেষ্টা করে ৪ বছরের জন্য ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মো. শফিকুল ইসলাম মানিক (বি-বাড়িয়া), সেলিম মুজাহিদ (পিরোজপুর), মুনশি জাহিদুল আহমদ (মাগুরা),ম হুমায়ুন কবির (বাগেরহাট), মঞ্জুরুল হক সেলিম (গাইবান্ধা), আছমা খানম (গোপালগঞ্জ), সুবল চন্দ্র পাল (ঢাকা), মো. সামছুদ্দিন বাবুল (লক্ষীপুর), রাজু আহমেদ লেলিন ( গোপালগঞ্জ), মোহাম্মদ আবদুল কাদের প্রমুখ।গাছের চারা রোপনের মাধ্যমে সমাপ্ত ঘোষনা করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে