
রুপসীবাংলা ৭১
নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মালিকানাধীন সংস্থা এসেনশিয়াল ড্রাগে বিভিন্ন বিভাগে বর্ণাঢ্য ৩৭ বছর চবাকুরী জীবন শেষ করে গত ৮ অক্টোবর উর্ধতন ভান্ডার কর্মকর্তা হিসেবে অবসরে গেলেন মোঃ ছানাউল্লাহ। তিনি ১৯৮৫ সালে এসেনশিয়াল ড্রাগে চাকুরীতে যোগদান করে প্রধান কার্যালয়ে ২০২২ সাল পর্যন্ত সুনামের সাথে কর্মরত ছিলেন।
বিদায়ের দিনে অশ্রুসজল ভারাক্রান্ত হৃদয়ে তাকে বিদায় সংবর্ধনা জানান এসেনশিয়াল ড্রাগ কর্তৃপক্ষ। এসময় সংস্থার ডিজিএম (ভান্ডার) আব্দুল কাইয়ুম পাঠান, ডেপুটী ম্যানেজার মনিরুল ইসলাম, অনিল কুমার মজুমদার, এসেনশিয়াল ড্রাগ অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আজিবুর রহমানসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মোঃ ছানাউল্লাহ ব্যক্তিগত জীবনে একজন সাংস্কৃতিক ও সংগঠনমনা ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন
। ছাত্র জীবনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের কোম্পানী সার্জেন্ট মেজর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাওঘাট উদয়ন সংসদের প্রতিষ্ঠাতা, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর আজীবন সদস্য, বাংলাদেশ মোতয়াল্লী সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব। এছাড়াও তিনি ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছে।