
স্টাফ রিপোর্টঃ ৩১ জুলাই ২০২২ নির্বাচন কমিশনের সাথে সংলাপে বসবে জাতীয় পার্টি। বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে জাতীয় পার্টির প্রতিনিধি দল সংলাপে দলীয় প্রস্তাবনা তুলে ধরবেন।
জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে প্রতিনিধি দলে অংশ নেবেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম এমপি, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।
সংলাপের সংবাদ সংগ্রহ, প্রচার/সম্প্রচারের জন্য গনমাধ্যম কর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।