বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির সম্মেলন-২০২২,সভাপতি মোস্তফা কামাল, মহাসচিব নাজিম উদ্দিন আহমেদ

0
85

স্টাফ রিপোর্টঃ ২৯ জুলাই সকালে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির কেন্দ্রীয় সংম্মেলন-২০২২ জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে  অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোঃ মোস্তফা কামাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব নাজিম উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ লুৎফর রহমান, মোঃ মোজাম্মেল হক, মোঃ আমজাদ হোসেন, অজিত রঞ্জন পাল, সেলিনা আক্তারসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হতে আগত প্রতিনিধিবৃন্দ। সম্মেলনে জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার এবং সংগঠনের সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। পরে সর্বসম্মতিক্রমে মোস্তফা কামালকে সভাপতি, নাজিম উদ্দিন আহমেদ কে মহাসচিব, মোঃ মোজাম্মেল হককে কার্যকরী সভাপতি, মোঃ লুৎফর রহমানকে সিনিয়র সহ-সভাপতি ও দীপক রঞ্জন সরকারকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীপক রঞ্জন সরকার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে