নৈতিকতা এবং নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রের বিকাশ ঘটাতে পারে–আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু

0
69

নিজস্ব প্রতিনিধিঃ অনুষ্ঠিত হলো ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯ জুলাই ২০২২ ইং রোজ-বুধবার বিকাল-৪ ঘটিকায় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও এর নেতৃত্বাধীন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)’র চেয়ারম্যান জননেতা আলহাজ্ব শেখ সালাউদ্দিন ছালুর সভাপতিত্বে ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।বিকালে কেক কেঁটে উদ্বোধন করেন চেয়ারম্যান, মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে সকাল ১১টায় এনপিপি’র চেয়ারম্যান ও মহাসচিবের নেতৃত্বে বনানী কবরস্থানে জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিলুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মন্ডল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সভাপতি ও এনডিএফ এর সদস্য সচিব এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোঃ আব্দুল হাই সরকার, এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য মিসেস খালেকু- জ্জামান খান দুদু, মোঃ ইদ্রিস চৌধুরী, মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি,সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, এনপিপি’র চেয়ারম্যান এর রাজনৈতিক উপদেষ্টা শেখ ইকবাল হাসান স্বপন, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, ভাইস চেয়ারম্যান সেলিম মাহমুদ, মোঃ আক্তার হোসেন, যুগ্ম মহাসচিব ও ন্যাশনাল পিপলস স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ এমাদুল হক রানা, সাংগঠনিক সম্পাদক ও ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতি ইঞ্জি: কে এম শামছুল আলম মিশুক, ন্যাশনাল পিপলস মহিলা পার্টির সভাপতি ফেরদৌসী আক্তার (নীলা মল্লিক), ন্যাশনাল পিপলস শ্রমিক পার্টির সভাপতি মোঃ আবুল কালাম জুয়েল, চেয়ারম্যান এর রাজনৈতিক উপদেষ্টা ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর) ও প্রেসিডিয়াম সদস্য মিসেস আশা সিদ্দিকা প্রমুখ।

সভাপতির বক্তব্যে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষে ২০০৭ সালে ১৯ জুলাই এনপিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিলু এনপিপি প্রতিষ্ঠা করেন। আজ ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি দলীয় নেতা-কর্মী, সমর্থক শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, দেশ আজ রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সর্বক্ষেত্রে দুর্নিতীর দুবৃত্তায়ন দ্বারা আক্রান্ত হচ্ছে। এর প্রকৃত অবস্থা দেখার জন্য খোয়াজ
খিজির (আঃ) এর চশমা দরকার-যে সত্যিকার ভালো মানুষ, সৎ মানুষ দেশে আছে কিনা তা খুজে বের করবে।
তিনি আরো বলেন, নৈতিকতা এবং নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রের বিকাশ ঘটাতে পারে। আমরা মনেকরি সুষ্ঠ ও অংশ গ্রহণ মূলক নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব নয়। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে এনপিপি ও এর
নেতৃত্বাধীন জোট এনডিএফ ৩০০ আসনে অংশ গ্রহণ করবে। সেই লক্ষে দলীয় নেতা-কর্মী সকলকে এনপিপি’র সাংগঠনিক কর্মকান্ড আরো জোরদার করার জন্য উদাত্ত আহবান জানান।





একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে