স্টাফ রিপোর্টার:-যুব সমাজ গড়ার কারিগর সেই হাবিবি জুয়েল উদ্যোক্তা অ্যাওয়ার্ড পেয়েছেন। জমকালো আয়োজনে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হয়েছে এমএন মাল্টিমিডিয়া আইকনিক ফ্যাশন অ্যাওয়ার্ড-২০২২। ওই অনুষ্ঠানে উদ্যোক্তা অ্যাওয়ার্ড পেয়েছেন হাবিবুর রহমান জুয়েল (হাবিবি জুয়েল)। কোরিওগ্রাফিতে একঝাঁক মডেল ফ্যাশন শো-তে অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন কাটাগড়িতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। কাজের স্বীকৃতি স্বরুপ পুরুস্কৃত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল ও উদ্যোক্তারা। অ্যাওয়ার্ড প্রদান করেন চিত্র নায়িকা রোজিনা ও মাহিয়া মাহি। পুরুস্কার প্রাপ্তি কাজের স্পৃহা অঅরো বাড়িয়ে তোলবে প্রজন্মকে। এরমধ্যে একজন যুব সমাজের গৌরব হাবিবি জুয়েল। হাবিবুর রহমান জুয়েল (হাবিবি জুয়েল) একজন সফল ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক।

তিনি J’ADOUBE SPORTS এর প্রতিষ্ঠাতা। তিনি প্রতি বছর ঢাকার সকল প্রাইভেট বিশ্ববিদ্যাল কে নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন যাতে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার খুজে বের করা যায়। হাবিবি জুয়েল তার একাডেমীতে বিভিন্ন বয়সী ছেলেদের কোচিং করান। তার ক্রিকেট ক্লাব HJ J’ADOUBE বাংলাদেশে অনুষ্ঠিত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ, কর্পোরেট এবং অপেশাদার টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এছাড়াও বিভিন্ন সময়ে দেশের বাইরে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে। তিনি একজন গার্মেন্ট এক্সেসরিজ এবং প্রিন্টিং প্রস্তুতকারক। তিনি তার কারখানায় সব ধরনের খেলাধুলার পোশাক তৈরি করেন। উল্লেখ্য, তিনি “জুনিয়র চেম্বার অব ইন্টারনেশনাল ঢাকা সেন্ট্রাল ”এর ২০২২ সালের স্থানীয় সভাপতি। তিনি এবং তার দল সমাজের সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *