নিজস্ব প্রতিনিধি:- ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার ভোরে খুলনা খালিশপুর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালিশপুর প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক, বাংলাদেশ বেতার খুলনা এবং সংস্কৃতি অঙ্গনের কিংবদন্তী ব্যক্তিত্ব সৈয়দ আব্দুল মতিন মাস্টার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল, সাংগঠনিক সম্পাদক লায়ন-আল-আমিন,
পথ মওলানা ভাসানীর সমন্বয়কারী সৈয়দ হারুন-অর-রশিদ, এম গোলাম মোস্তফা ভূইয়া, প্লাটিনাম এক্স স্টুডেন্ট এসোসিয়েশন, শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ, অগ্রগামী মিডিয়া ভিশন, স্বাধীনতা সংসদ, এশিয়া হিউম্যান রাইট্স ফাউন্ডেশনসহ প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়ের ৯০’র ব্যাচের উত্তম কুমার, হায়াত মাহমুদ, কাকুলী, শাহানাজ আক্তারসহ প্রমুখ। নেতৃবৃন্দ শোক বিবৃতিতে বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি অনেক জনপ্রিয় ছিলেন। এছাড়াও সংস্কৃতি অঙ্গনেও তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন। তার মৃত্যুতে খুলনাবাসী একজন প্রিয় শিক্ষক ও একজন প্রিয় সংস্কৃতি ব্যক্তিত্বকে হারালো। নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।