স্বপ্নের সেতু
এড.রীনা বেগম
পদ্মা পাড়ের মেয়ে আমি
পদ্মা পাড়ে জন্ম।।
কেটেছে যুগ তিন,খরস্রোত পদ্মা নদীর পাড়ে
সর্বনাশী পদ্ম পাড়ে, হারিয়েছি আমার সব।
ভেসে গেছে জমি-জমা মোর ঘর
স্বচক্ষে দেখেছি কত পদ্মা নদীর ভাঙ্গন।
শত দুঃখ,কষ্ট আর বাঁধা পেরিয়ে
মাথা উচু করে এসেছে আজ
বাঙ্গালী জাতির আশির্বাদ রুপে
স্বপ্নের পদ্মা সেতু।
মাওয়া ঘাটে-
বাঙ্গালির ঘর আজ মুখোরিত
স্বপ্নের পদ্মা সেতুকে পেয়ে।
বাংলার মানুষের উন্নয়ন নিয়ে এলো
এই পদ্মা সেতু।
বঙ্গবন্ধু কন্যার লালিত,এই স্বপ্নের পদ্মা সেতু
শ্রমিকের ঘামে,কৃষকের শ্রমে
নিজ দেশের অর্থ দিয়ে তৈরী এই সেতু।
উদ্বোধন করেন ২৫শে জুন জননেত্রী শেখ হাসিনা।
মুখরিত হবে লক্ষকোট মানুষের ঢলে।
পদ্ম সেতু তুমি এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশির্বাদ রুপে
পদ্মা সেতু তুমি এল-
পদ্ম পাড়ের দুঃখী মানুষের সুফল নিয়ে
নেতাদের দাবী, পদ্মা সেতু হোক শেখ হাসিনার পদ্মা সেতু
নামকরণে।
