পাচঁ দফা দাবী আদায়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম‍্যান প্রফেসর তপন কুমার কে স্মারকলিপি প্রদান

0
87

নিজস্ব প্রতিনিধিঃ-২৯/৫/২০২২ তারিখে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক শিক্ষাবোর্ড,ঢাকার চেয়ারম‍্যান প্রফেসর তপন কুমার সরকারকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নার্গিস নাহার সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর আলী নির্বাহী সদস‍্য মোঃ রিমল তালুকদারসহ অনেকে।কেন্দ্রীয় নেতারা তাদের দাবীগুলো চেয়ারম‍্যান তপন কুমার সরকার মহোদ্বয়কে অবহিত করেন।

চেয়ারম‍্যান মহোদ্বয় দাবীগুলো যুক্তিক বলে এ বিয়য়ে মন্ত্রণালয়ের মিটিং এ আলোচনার আশ্বাস প্রদান করেন।তৃতীয় শ্রেণি কর্মচারীদের দাবিগুলো হল তৃতীয় শ্রেণি কর্মচারীদের বেতন গ্রেড ১১ তম দিতে হবে।পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা দিতে হবে।যোগ‍্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে।২০১২ সালে প্রজ্ঞাপন অনুসারে প্রতিষ্ঠানের ম‍্যানেজিং কমিটিতে কর্মচারীদের একজন প্রতিনিধি রাখতে হবে।সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন করতে হবে।ইতিমধ‍্যে ১৫ মে তারা দাবি আদায়ে মানববন্ধন করেছে।কর্মচারী নেতারা বলেন কর্মচারীদের ন‍্যায‍্য দাবী আদায় না হলে সারা বাংলাদেশের তৃতীয় শ্রেণি কর্মচারীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে