নিজস্ব প্রতিবেদক:-আজ ২৯ মে ২০২২ রবিবার বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয় ৮, বি.বি. এভিনিউ (৩য় তলা), গুলিস্তানে ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘের উদ্যোগে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আহম্মেদ সুজনের সভাপতিত্বে ও মাহবুবুল আলম মানিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ঢাকা মহানগর কমিটি সভাপতি প্রকাশ দত্ত, যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম টিটু, ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘের সহ-সভাপতি মোঃ মনির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পদক বিল্লাল হোসেন, ক্রীড়া সম্পাদক মোখলেছুর রহমান উজ্জল, সদস্য মিলন, জাহিদুল, কলারম্যান সোবাহান, আনোয়ার হোসেন মাস্টার, কলারম্যান সামাদ, আরিফ, মানিক, মিজান প্রমুখ নেতৃবৃন্দ।
কর্মিসভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমানে করোনা মহামারী ও ইউক্রেন যুদ্ধকে অজুহাত দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বাড়িয়ে পুঁজিপতিরা মুনাফার পাহাড় গড়ছে আর শ্রমিকরা নিজেদের নূন্যতম চাহিদা মিটাতে নিঃস্ব হচ্ছে। তাই এখন সময়ের দাবি হচ্ছে বর্তমান বাজার দরের সাথে সংগতি রেখে লোকাল গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে। মাসের ৭ তারিখের মধ্যে মজুরি পরিশোধসহ শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। কর্মিসভায় সর্বসম্মতিক্রমে ফ্লাটভাজ শার্টপ্রতি ন্যূনতম ৪০ টাকা, শার্টের বডি প্রতি ন্যূনতম ২০ টাকা, কলার বডি প্রতি ন্যূনতম ৮ টাকা, আয়রন বডি প্রতি ন্যূনতম ৫ টাকা, কাটিং বডি প্রতি ন্যূনতম ৫ টাকা, ফিট অব দ্যা অপারেটর নিম্নতম মাসিক মজুরি ২৫,০০০ টাকা,
হোল্ড অপারেটর নিম্নতম মাসিক মজুরি ২৫,০০০ টাকা, বাটন অপারেটর নিম্নতম মাসিক মজুরি ১৫,০০০ টাকা, কাঞ্চা মেশিন অপারেটর নিম্নতম মাসিক মজুরি ২৫,০০০ টাকা, সুতা বাছা হেলপার নিম্নতম মাসিক মজুরি ১৩,০০০ টাকা, প্লেট অপারেটর নিম্নতম মাসিক মজুরি ২৫,০০০ টাকা, ওভারলক অপারেটর নিম্নতম মাসিক মজুরি ১৫,০০০ টাকা নির্ধারণ করে নিম্নতম মজুরি কাঠামোর প্রস্তাবণা গৃহীত হয়।নেতৃবৃন্দ অবিলম্বে মালিক সমিতিকে শ্রমিক নেতৃবৃন্দের সাথে বসে নিম্নতম মজুরি বাস্তবায়ন করার আহ্বান জানান। তা না হলে শ্রমিকরা কর্মবিরতি পালন করতে বাধ্য হবে।সবশেষে সভাপতি বলেন, শ্রমিকদের ঐক্য আর সংগঠনই হচ্ছে দাবি আদায়ের হাতিয়ার। আর দাবি আদায়ে আন্দোলনের বিকল্প নাই। তাই শ্রমিকদের আজ ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের পথে অগ্রসর হতেই হবে।