গণকর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে  কর্মচারী সমাবেশ ও মানববন্ধন

0
99

বাপ্পি এদবর :- ২৮ মে ২০২২ শনিবার বেলা ২:০০ টায় জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে দেশের বৃহত্তম কর্মচারী ঐক্যজোট গণকর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এক বিশাল কর্মচারী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। গণকর্মচারী ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক, বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অবিলম্বে ১০ ধাপে বেতন নির্ধারণ সহ নবম বেতন কমিশন গঠন, অন্তবর্তী ব্যবস্থায় ৬০ শতাংশ মূল বেতন বৃদ্ধিসহ সর্বনিম্ন ২৭,০০০/- টাকা বেতন নির্ধারনের ৫ দফা পূরণের দাবি জানানো হয়। ঐক্য পরিষদের সমন্বয়ক মোঃ সেলিম রেজা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে গণকর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব, বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারী কর্মচারী সমিতির মহাসচিব মোঃ ছালজার রহমান ৫ দফা দাবীনামা উপস্থাপন করেন।কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সমন্বয়ক প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড বাদল যান এবং জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কমরেড কামরুল আহসান।

এছাড়াও গণকর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বদরুল আলম সবুজ, মোঃ নুরুন্নবী, মোঃ মানিক মৃধা, আবুল হোসেন আহমেদ বাবু, আলমগীর হোসেন, কামরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, এমদাদুর রহমান, আসাদুজ্জামান পিয়াল, মনিরুল ইসলাম, মোঃ ওয়াহিদুজ্জামান, রফিকুল ইসলাম মামুন, আবদুল আহাদ শিপন, শাহাদাত হোসেন বাবু, মোঃ শাহ আলম, মোজাম্মেল হোসেন, মোঃ মনির হোসেন বাবু, শেখ মোঃ রাসেল, মজিবুর রহমান, আনোয়ার হোসেন, নৌলতজ্ঞা খান, মোহাম্মদ আলী, তাপস কুমার সাহা, মজিবুর রহমান, বেলাল হোসেন, মোঃ মানিক মিয়া, এম.এ আউয়ান, জাহাঙ্গীর হোসেন, আরিফুল ইসলাম, মোফাজ্জেল হোসেন, কামাল হোসেন শিকদার, নাজমা আক্তার, লিপি আক্তার, রুবিয়া ইয়াসমিন, খাদিজা বেগম, সনিয়া আক্তার, হেলেনা বেগম, আবুল হোসেন, আলী আকবর, মোঃ আসলাম আলী প্রমুখ

বক্তাগণ বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দুর্বিসহ অবস্থায় গণকর্মচারীদের জীবন সীমাহীন আর্থিক সংকটে নিপতিত হয়েছে। অন্তবর্তী ব্যবস্থায় ৬০ শতাংশ মূল বেতন বৃদ্ধি, ১০ ধাপে বেতন নির্ধারণ সহ ৫ দফা মেনে নেওয়ার জন্য ১৫ লক্ষ গণকর্মচারীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।সমাবেশ থেকে গণকর্মচারী ঐক্য জোটের প্রধান সমন্বয়ক নোমানুজ্জামান আল আজাদ আগামী বাজেটে ৫ দফা দাবী পূরণের দৃশ্যমান পদক্ষেপ গৃহীত না হলে ১লা জুলাই থেকে সারাদেশে কর্মচারী সমাবেশ, বিক্ষোভ কর্মসূচি এবং প্রয়োজনে লাগাতার গণকর্মবিরতি ঘোষণার হুঁশিয়ারী দেন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে