অবিলম্বে নবম পে কমিশন গঠন সহ ৬ দফা পূরণের দাবিতে সংবাদ সম্মেলন

0
71

বাপ্পি এদবরঃ২৭ মে ২০২২ রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকায়   ঢাকা রিপোর্টার ইউনিট সাগর রুনি মিলনায়তন বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ মানিক মৃধা সভাপতি বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীর সমিতি কেন্দ্রীয় কমিটি। পেশকৃত  ছয় দফা দাবি সমুহ

১। বিদ্যমান ২০টি গ্রেডকে ভেঙ্গে ১০ ধাপে বেতন নির্ধারণ পূর্বক নবম বেতন কমিশন গঠন সহ ১০৫ হারে বেতন বিন্যাস, ছয় সদস্যের একটি পরিবারের জন্য জন প্রতি দৈনিক ১৫০ টাকা হারে সর্বনিম্ন ২৭০০০/- টাকা মূল বেতন নির্ধারন করে পেনশন গ্রাচ্যুইটির হার ১ টাকায় ৫০০ টাকা করতে হবে।

০২। দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে ৪র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ৫০% মহার্ঘভাতা প্রদান, ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান,মূল বেতনের ২০ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট চালু করতে হবে।।

০৩। নিয়োগের ক্ষেত্রে ৪০ শতাংশ ৪র্থ শ্রেণী কর্মচারীদের পোষ্য কোটা সংরক্ষন এবং উচ্চ শিক্ষিত ৪র্থ শ্রেণী কর্মচারীদেরসরাসরি পরবর্তীত্তরে পদায়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ০৪। কর্মচারীদের গ্রীষ্ম ও শীতকালীন সাজ পোষাক ভাতা, ধোলাই ভাতার মতো বেতনের সাথে দিতে হবে।

০৫। আউটসোসিং, কন্টিনজেন্সীপেইড, মাস্টাররোল, ক্যাজুয়াল, কার্যভিত্তিক ও ভাউচার ভিত্তিক নিয়োগকৃত কর্মচারীদের নিয়মিতকরণ এবং সরকারি কলেজের বে-সরকারি কর্মচারীদের রাজস্বখাতে অন্তর্ভূক্ত করতে হবে।

০৬। ঢাকা সহ সারাদেশে কর্মরত ৪র্থ শ্রেণী কর্মচারীদের আবাসন সংকট নিরসনে বিনাসুদে সহজ শর্তে ৫০ লক্ষ টাকা গৃহনির্মাণ ঋণ প্রদান করতে হবে। 

দাবিসমূহের বিষয়ে কর্মচারীদের মনের পুঞ্জিভূত ক্ষোভ ও হতাশা নিরসনের লক্ষ্যে আগামী ৩০ জুনের মধ্যে সরকারের দায়িত্বশীল মহল থেকে সুস্পষ্ট নির্দেশনা না পেলে কিংবা বাজেটে এর কোন দৃশ্যমান প্রতিফলন না থাকলে সংগঠনের পক্ষ থেকে দাবি আদায়ে ১ জুলাই থেকে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

উন্মুক্ত সংবাদ সম্মেল উপস্থিত ছিলেন সভাপতি মোঃ মানিক মৃধা, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম, সভাপতি আবুল হোসেন আহমেদ বাবু, কেন্দ্রীয় উপদেষ্টা এম.এ আউয়াল, সহ সভাপতি খন্দকার বাবুল, মোঃ শাহ আলম, মোফাজ্জল হোসেন, মোঃ মানিক মিয়া, কুতুব উদ্দিন সেলিম, মোঃ মোশারফ হোসেন, ফনি ভূষণ দাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ আওলাদ হোসেন, ঢাকা মহানগর সভাপতি কামাল হোসেন সিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে