জাতীয় কবির ১২৩তম জন্মবার্ষিকীতেবঙ্গবন্ধু গবেষণা পরিষদের বিভিন্ন কর্মসূচি

0
76

নিজস্ব প্রতিনিধিঃ-বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে বুধবার (২৫ মে) বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ২৫ মে সকাল ৮টায় পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর সমাধি প্রাঙ্গণে সমাবেশ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ৫১,৫১/এ পুরানা পল্টন (৯ম তলা) ঢাকায় বিকাল ৪টায় ‘কবি কাজী নজরুল ইসলাম ও অসাম্প্রদায়িক চেতনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে দেশবরেণ্য কবি-সাহিত্যিক ও বুদ্ধিজীবীগণ আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্যে অনুরোধ করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে