নিজস্ব প্রতিনিধি:-বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন-এর কেন্দ্রীয় সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে আগামী ১৪ মে ২০২২ ইং বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন ঢাকা আঞ্চলিক কমিটি ও ঢাকা নদী বন্দর কমিটির মিছিলের কর্মসূচি ঘোষণা।আজ ১২ মে ২০২২ ইং বৃহঃষ্পতিবার সকাল ১১ টায় কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন ঢাকা আঞ্চলিক কমিটি ও ঢাকা নদী বন্দর কমিটির যৌথ সভা মোঃ বাহাদুর হাওলাদার মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন ঢাকা আঞ্চলিক কমিটির দপ্তর সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রুবেল।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহ আলম ভূঁইয়া, দপ্তর সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন ঢাকা আঞ্চলিক কমিটির সহ-দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম টিটু, মোঃ ফারুক মাস্টার, মোঃ আলতাফ মাস্টার, মোঃ শামীম মাস্টার, মোঃ পারভেজ খান মাস্টার, মোঃ জালাল উদ্দিন মাস্টার, মোঃ সগীর আহম্মেদ ড্রাইভার প্রমূখ।সভায় আগামী ১৬ মে ২০২২ ইং সোমবার সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন-এর কেন্দ্রীয় সম্মেলন সফল করতে বিস্তর আলোচনা হয়। পরিশেষে সম্মেলনকে সফল করতে আগামী ১৪ মে ২০২২ ইং সকাল ১০ টায় ঢাকা নদী বন্দর এলাকায় মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। নেতৃবৃন্দ উক্ত কর্মসূচি সফল করতে সকল স্তরের নৌশ্রমিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।