নিজস্ব প্রতিনিধি:-দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণফোরাম সভাপতি জননেতা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী। তারা শুভেচ্ছা বার্তায় শান্তি, সৌন্দর্য, সৌহার্দ্য ও আনন্দের পরিপূর্ণতা কামনা করেন।রাষ্ট্রের গণতন্ত্রহীনতা, দুর্নীতি ও নৈরাজ্য জনগণের সুখ শান্তি বিলীন হয়ে গেছে। জনতা এই অবৈধ ক্ষমতাসীন সরকারের বিচারহীনতার দুঃশাসনকালে সর্বদা জান-মালের নিরাপত্তা নিয়ে শংকিত। নিত্য প্রযোজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সহ সকল প্রয়োজনীয় ব্যাবহারিক পণ্যের নিয়ন্ত্রনহীন ব্যাবস্থা জনগণের জীবনমান অত্যন্ত ব্যায়বহুল করেছে।
গুম, বিচার বহির্ভূত হত্যা, বিরোধী মতের উপর দমন-পীড়ন, নিপীড়ন-নির্যাতন সহ নাগরিকের ভোটাধিকার হরণ করে আতংকিত পরিবেশ সৃষ্টি করেছে।তবুও গণফোরাম আশাবাদী ঈদুল ফিতরে যে শান্তি, সুখ ও সমৃদ্ধির মহিমান্বিত বার্তার সঠিক প্রয়োগ করে পূর্বের ভুল-ভ্রান্তি, অভিযোগ-অভিমান শুধরে দেশের সকল গণতন্ত্রমনা দলকে নিয়ে সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। গণফোরাম প্রত্যাশা করে ঈদের আনন্দ ও শান্তি ছড়িয়ে পড়–ক দেশের আনাচকানাচে পাড়া-মহল্লায়, ঘরে ঘরে।