নিউমার্কেট কান্ডে নিহতদের ক্ষতিপূরণ প্রদান ও সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে বিএইচপি

0
52

নিজস্ব প্রতিনিধি:সম্প্রতি নিউমার্কেট এলাকায় সংঘটিত নারকীয় কান্ডের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি দায়ী ব্যাক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে। এই নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে সিনিয়র ভাইস চেয়ারম্যান, ড. স্যার সাফায়াত আলী খান এর সভাপতিত্বে ২৬ এপ্রিল ২০২২ বিকেলে বিএইচপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় পার্টি নেতৃবৃন্দ বলেন, ‘ক্ষমতার হালুয়া-রুটির ভাগ পেয়ে আওয়ামী লীগে অনুপ্রবেশকারি পাশবিক শক্তি এখন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সরকার এবং সন্ত্রাস তাই একাকার হয়ে গেছে।’

নেতৃবৃন্দ বলেন, ‘সাধারণ মানুষকে দমনে পুলিশকে তৎপর দেখা গেলেও, ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে হেলমেট বাহিনী এতটা অপ্রতিরোধ্য হয়ে ওঠার পরও তাদের থামাতে পুলিশ দ্রুত কোনো ব্যবস্থা নেয়নি।’ ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে হেলমেট বাহিনীর নৃশংসতা বিনা বাধায় সমাপ্ত করার জন্য অপেক্ষায় ছিল পুলিশ প্রশাসন’। বিএইচপি মনে করে, ‘পুলিশ প্রশাসনের নাকের ডগায় হেলমেট বাহিনী তান্ডব চালাবে অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এটাকে তো তাহলে আর  স্বাধীন সভ্যরাষ্ট্র বলে চিহ্নিত করা যাবে না।’

‘নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে নিউমার্কেট পর্যন্ত সহিংসতায় জড়িত হেলমেট বাহিনীর’ দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানায় বিএইচপি। একই সাথে বিএইচপি নিহত নাহিদ ও মোরসালিনের আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। বিএইচপি নেতৃবৃন্দ নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অবিলম্বে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে সরকারের প্রতি উদ্বাত্ব আহ্বান জানায়। অন্যথায় সরকার জনরোষ হতে বাঁচতে পারবে না বলে নেতৃবৃন্দ মনে করেন।এ সভায় বক্তব্য রাখেন,, মহাসচিব, ড. সুফি সাগর সামস্, ভাইস চেয়ারম্যান, মো. ফজলুল বারী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এ.আর ফররুখ আহমাদ খসরু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, মো. ইব্রাহিম খলিল বাদল ও দফতর সম্পাদক, মো. খুরশীদ আলম সরকার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে