ফরিদপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে যশোদার ঈদ সামগ্রী বিতরণ।

0
41

নিজস্ব প্রতিনিধিঃ বিক কাজ চলমান রাখতে এবারও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের সদর উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার হিসাবে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ড. যশোদা জীবন দেবনাথের সহযোগিতায় আজ শনিবার সকাল ১০টার দিকে শহরের আলীপুর মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবেন এই খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের হাতে এই উপহার তুলে দেন মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার ক্যাপটেন (অব) নূর মোহাম্মদ বাবুল ।  এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ, সাবেক ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জামাল, শাহজাহান মিয়া, শামসুদ্দিন ফকির।উপহারের মধ্যে ছিল পোলাউ চাউল, সেমাই, তেল, চিনি, গুড়া, দুধ, ঘি ও লবণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে