নিজস্ব প্রতিনিধি:-বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল, দক্ষিণ বাংলার যুব কল্যাণ সমিতির সভাপতি আ স ম মোস্তফা কামাল, মেহেন্দীগঞ্জ উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ নারী মুক্তি আন্দোরনের সভাপতি ফাতেমা খাতুন ও গার্মেন্টস শ্রমিক কেন্দ্রের সভাপতি হুমায়ুন কবীর যৌথ ভাবে এক বিবৃতিতে বলেন একুশে গানের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট বাংলার বিবেক বরিশালের কৃতি সন্তান আবদুল গাফ্ফার চৌধুরীর মেয়ে বিনীতা চৌধুরী লন্ডনের একটি হাসপাতালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিবৃতিদাতারা। মৃত্যুকালের তার বয়স হয়েছিল ৫০ বছর। তার পিতা আবদুল গাফ্ফার চৌধুরীসহ তিন বোন ও এক ভাই রেখে গিয়েছে। বিবৃতিদাতারা শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন। তার মৃত্যুতে এই মুহুর্তে আব্দুল গাফ্ফার চৌধুরীর যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়।