সারা দেশে ইউপি সচিবদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সংবাদ সম্মেলন

0
57

নিজস্ব প্রতিনিধি ঃ১০ এপ্রিল ২০২২ রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় জহুর হোসেন চৌধুরী হলে খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সচিব ইকবাল হোসেনসহ সারা দেশে ইউপি সচিবদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করা হয় উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মীর আবদুল বারেক তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ মোঃ হুমায়ুন কবীর জাটিয়া ইউনিয়ন পরিষদ,, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার ইউপি সদস্য বৃন্দ আপনারা ইতোমধ্যে খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ কর্তৃক সংশিষ্ট ইউপি সচিব। ইকবাল হোসেনের নির্মমভাবে প্রস্তুত হওয়ার ঘটনা নিশ্চয়ই জেনেছেন।

বিস্ময়কর হলো, নির্ধারিত অফিস সময়ের পর ইকবাল হোসেনকে বাড়ি থেকে অফিসে ডেকে এনে সন্ত্রাসী কায়দায় তার ওপর মধ্যযুগীয় বর্বরতা চালানো হয়েছে, যা কেবল গর্হিত অপরাধ নয়, একইসঙ্গে মানবাধিকারের সংঘনও বটে।নির্মমভাবে প্রহার করায় ইউপি সচিব ইকবাল হোসেনের একটি হাত ভেঙ্গে গেছে; তদুপরি শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন সে আজও বহন করে চলেছে। অথচ অভিযুক্ত চেয়ারম্যান এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে স্থানীয়ভাবে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং ইউপি সচিবদের জন্য অপমানজনক। আমরা ‘বাংলাদেশ ইউপি সচিব কল্যাণ তহবিল আহরেক কমিটির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে ইউপি সচিব ইকবাল হোসেনের ওপর সন্ত্রাসী হামলা ও সংবাদ সম্মেলনে মিথ্যাচারের অপরাধে মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আগ মাহমুদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সারা দেশে। ইউপি সচিবদের নিরাপত্তার দাবি জানাচ্ছি।আপনারা জেনে বিস্মিত হবেন-ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে ইকবাল হোসেনের মতো আরো অনেক ইউপি সচিব প্রতিনিয়ত হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। যেমন-গত ২৪ মার্চ সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মতিউল আলম; ১৯ জানুয়ারি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়ন পরিষদের সচিব জনাব হুমায়ুন কবির, ময়মনসিংহ জেলার আব্দুল আউয়াল ও কবির উদ্দিন; বরিশাল জেলার সাধন চন্দ্র হালদার ও মেজবাহ উদ্দিন, কক্সবাজার জেলার নজরুল ইসলাম ও মেলাথোইন রাখাইন, সিরাজগঞ্জ জেলার আবুল কাশেম ও আব্দুল কাদের মিলন; নরসিংদী জেলার শহিদুল ইসলাম, টাঙ্গাইল জেলার আবু সাঈদ এবং কিশোরগঞ্জ জেলার আলমগীরসহ আরো অনেক ইউপি সচিবদের উপর সন্ত্রাসী হামলা ও নির্যাতন চালানো হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এসব হামলা ও নির্যাতনের সংবাদ প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে নির্যাতনের শিকার ইউপি সচিবকে জন্য ইউনিয়ন পরিষদে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যায়নি।ক্রমাগতভাবে সন্ত্রাসী হামলা অথবা নির্যাতনের শিকার হলেও অধিকাংশ ইউপি সচিব নিরাপত্তার অভাবে মামলা মোকাদ্দমায় জড়াতে চান না। কারণ, অধিকাংশ ক্ষেত্রে ইউপি সচিবরা সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দা না হওয়ায় সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত থাকেন। অবাক করার মতো বিষয় হলো, প্রশাসনও এক্ষেত্রে নির্লিপ্ত থাকে। কোনো কোনো ইউপি সচিব প্রাথমিকভাবে অভিযোগ দায়ের করলেও স্থানীয় প্রভাব ও প্রশাসনিক চাপে পড়ে অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হয়। বস্তুত প্রশাসনিক নির্লিপ্ততার কারণেই ইউপি সচিবদের উপর হামলা ও নির্যাতনের পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যা মোটেই কাম্য নয়।

এ অবস্থায় সঙ্গত কারণেই সারা দেশের ইউপি সচিবরা বিশেষভাবে শঙ্কিত ও বিক্ষুব্ধ। বলার অপেক্ষা রাখে না, বর্তমানে দেশজুড়ে ইউপি সচিবরা নিরাপত্তাহীনতা ও অনিশ্চিত ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। এ অবস্থায় আগামীদিনের করণীয় নির্ধারণের জন্য নিরাপত্তাকামী ইউপি সচিবদের সঙ্গে নিয়ে বাংলাদেশ ইউপি সচিব কল্যাণ তহবিল, আহ্বায়ক কমিটি’ ইউপি সচিবদের নিরাপত্তা ও নির্ভয়ে সরকারি দায়িত্ব পালনের স্বার্থে নিম্নোক্ত দাবি তুলে ধরছে১. মিথ্যাচার ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে অনতিবিলম্বে বরখাস্ত করা সহ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।২. কর্মক্ষেত্রে ইউপি সচিবরা কোনো প্রকার হামলা বা নির্যাতনের শিকার হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সভ্যতা যাচাই সাপেক্ষে দোষী ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ শাস্তি নিশ্চিত করবে।৩. ক্ষতিয়াজ ইউপি সচিত্রের চিকিৎসা ব্যয় বহনসহ প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে সরকার বাধ্য থাকবে।।৪. প্রয়োজনে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/জেলা প্রশাসক মহোদয় দোষী/দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে প্রয়োজনীয় সহায়তা এবং ভিকটিমের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে