জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এবার লঞ্চে যাতায়াত করার ক্ষেত্রেও লাগবে এই পরিচয়পত্র। আজ রোববার (১০ এপ্রিল) সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠকের পর এমন নির্দেশনা জারি করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, লঞ্চের টিকিট সংগ্রহের আগে বাধ্যতামূলকভাবে এনআইডির ফটোকপি জমা দিতে হবে।
লঞ্চ মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। লঞ্চের কেবিন থেকে ডেক- যাত্রী যেখানেই বসুক না কেন, এনআইডি জমা দিয়ে নিতে হবে টিকিট। ঈদের ৫ দিন আগে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ঈদের পরও এই নিয়ম কার্যকর থাকবে স্থায়ীভাবে।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এখানে আমাদের কোনো স্বার্থ নেই, যাত্রীদের ভালোর জন্যই এটা করা হয়েছে। সম্প্রতি লঞ্চের কেবিনে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এরপর তদন্ত করতে গিয়ে যাত্রীদের হদিস পাওয়া যায়নি। আমরা চাই, লঞ্চে কারা আসবে, কারা যাবে-সেটার একটা ডকুমেন্ট আমাদের কাছে থাকুক।