সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে শিশুসহ পিতা নিহত

0
60

নিজস্ব প্রতিনিধি ঃচট্টগ্রাম মহানগরীর ইপিজেড বন্দরটিলা এলাকায় একটি যাত্রীবাহী রিকশাকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে শিশুসহ পিতার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অপর এক পুত্র এবং তার মা ও রিকশা চালক আহত হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহমেদ শেখ বাসস’কে জানান, বন্দরটিলা শাহ প্লাজা মার্কেটের সামনে আজ সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : আবু সালেহ (২৭) ও তাঁর ৯ মাস বয়সী শিশুপুত্র আবদুল্লাহ আল মোমিন। এ ঘটনায় আবু সালেহ’র স্ত্রী মনিরা আক্তার (২৩) ও রিকশায় থাকা তাদের আরেক পুত্র আবদুল্লাহ আল মাহির (৪) এবং রিকশা চালক আহত হয়।তিনি বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

মরদেহ ময়না-তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের কেনাকাটা করতে পতেঙ্গা স্টিল মিল থেকে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে রিকশায় ইপিজেডস্থ বে-শপিং সেন্টারে যাচ্ছিলেন আবু সালেহ। তাদের রিকশাটি বন্দরটিলায় পৌঁছলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত এবং তিনজন আহত হয়। এ সময় বিক্ষুদ্ধ জনতা কভার্ডভ্যানটি ভাঙচুর করে এবং যানচলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে