নিজস্ব প্রতিনিধি ঃআন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন ও সমন্বয় সাধনের জন্য International Relations Department নামে একটি নতুন বিভাগ চালু করল পশ্চিমবঙ্গ বিজেপি। এই বিভাগের প্রধান হিসেবে মনোনীত হয়েছেন বিজেপির দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী রজত ভরদ্বাজ মুখার্জী। উল্লেখযোগ্য যে রজত বাবু ইতিপূর্বে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষে রাজ্য ও জেলা স্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সাফল্যের সঙ্গে নির্বাহ করেছেন। শিলিগুড়ি জেলার পক্ষ থেকে দলের মুখপাত্র ও মিডিয়া প্রভারী হিসেবে রজত বাবুর কর্মকান্ড প্রশংসিত হয়েছে।
এছাড়াও উনি বিগত কয়েক বছর যাবত বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত ভারতীয় প্রবাসীদের সঙ্গে সমন্বয় সাধনের দায়িত্বে ব্রতী রয়েছেন। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক যাত্রাপথে রাজ্য বিজেপি মনোনীত প্রদেশ পরিষদীয় সদস্য পদ ছাড়াও দীর্ঘদিনের শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহ সভাপতির আসন অলঙ্কৃত করার অভিজ্ঞতায় সমৃদ্ধ রজত মুখার্জী। সুবক্তা, মার্জিত ও রুচিশীল রজত মুখার্জীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিজেপির নতুন এই বিভাগ বিশ্ব ব্যাপী আশাতীত সাফল্য অর্জন করবে বলেই, দলের শীর্ষ নেতৃত্ব আশাবাদী। প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতীয় হলেও রজত মুখার্জী শিকর আমাদের বাংলাদেশেই অন্তর্নিহিত আছে।
বরিশালের ঝালকাঠি জেলার, নলছিতি উপজেলার অন্তর্গত মানপাশা হাটের সন্নিকস্থ সরমহল ও জামুরা গ্রামের লব্ধপ্রতিষ্ঠ জমিদার মুখার্জী পরিবারের বংশধর তিনি। আজ অস্তিত্ব না থাকলেও চোদ্দ পুরুষের বসত ভিটে বাংলাদেশের প্রতি এক তীব্র আবেগ ও দুর্নিবার আকর্ষণ রজত বাবুর আজও অম্লান, যে কথা তিনি বারবার তাঁর বিভিন্ন বক্তব্য ও লেখনী তে উল্লেখ করে থাকেন।পশ্চিমবঙ্গ বিজেপির আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা বিভাগে রজত মুখার্জীর সহকারী হিসেবে মনোনীত হয়েছেন আমেরিকায় বসবাসরত প্রবাসী ভারতীয় যুধাজিত সেন মজুমদার ও ইউরোপের গ্রেট ব্রিটেনে বসবাসরত বিক্রম বন্দ্যোপাধ্যায়। এনারা দুজনেই দীর্ঘদিনের অনুগত বিজেপি কর্মী ও প্রখর রাষ্ট্রবাদী হিসেবে সুপরিচিত ও প্রশংসিত। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সমমনস্ক প্রবাসী ভারতীয়দের একসূত্রে গ্রথিত করার ক্ষেত্রে যুধাজিত বাবু ও বিক্রম বাবুর অসামান্য অবদান সর্বজনবিদিত।