নিজস্ব প্রতিনিধি:৯ম জাতীয় পে কমিশন গঠন, ৪০% মহার্ঘ্য ভাতা, সচিবালয়ের ন্যায় পদবী পরিবর্তন, আউটসোর্সিং নিয়োগ প্রধান বাতিল সহ ৫ দফা দাবি জানিয়েছেন সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। ঈদুল ভিতরের আগে এই দাবি মানা না হলে জাতীয় প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে। আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ ডা. মিলন অডিটরিয়াম বাংলাদেশ সঃ ক সঃ পরিষদের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা থেকে এই ঘোষণা দেন। সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে (জুম ভার্চুয়ালে) বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী শাজাহান খান এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আবুল হোসাইন, নেপাল থেকে আগত ঞটও এর ভাইস প্রেসিডেন্ট ভোলানাথ পোক্রাল, ভারত থেকে আগত রাজ্যস্থান স্টেটের সিটিউ’র সম্পাদক ইয়াকুব মোহাম্মদ, মরহুম আব্দুল আজিজ’র একমাত্র ছেলে সংগঠনের সম্মিলিত উপদেষ্টা আব্দুল মান্নান, নাতী খোরশেদ আলম মজুমদার, মরহুম সালেউদ্দিন সেলিমের সুযোগ্য মেয়ে সংগঠনের আইন বিষয়ক উপদেষ্টা এ্যাড. সাবেরা শিপ্রা।স্বাগত বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের কার্যকরী সভাপতি সেলিম ভূইয়া। আরো বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের নবনির্বাচিত মহাসচিব নিজাম উদ্দিন পাটোয়ারী, কার্যকরী সভাপতি আব্দুল কাদের, মনির আহমেদ, মোজামেম্ল হক, জাকির হোসেন, চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ আজিম, সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন, সহ-সভাপতি আব্দুর জব্বার, তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কার্যকরী সভাপতি মোঃ শাজাহান, কার্যকরী সভাপতি সরওয়ার কবির, অতিরিক্ত মহাসচিব অহিদুর রহমান, সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন বাবুল, আব্দুল মতিন মানিক, মোঃ আছির উদ্দিন মিলন, শেখ শাহাবুদ্দিন, আব্দুস সবুর, আব্দুস ছাত্তার মন্ডল, সৈয়দ লিয়াকত আলী, মোঃ সিরাজুল ইসলাম, খন্দকার আক্কাছ, খন্দকার ফিরোজ হোসেন, সাউদ নূর এ শফিউল কাদের।
উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীয় বিভিন্ন জেলা শাখার প্রায় ১ হাজার প্রতিনিধি।সভায় বক্তাগণ বলেন, দ্রব্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে নিম্ন আয়ের কর্মচারীগণ দুবৃসহ জীবন-যপান করছে। তাই বর্তমান বাজার দরের সাথে সংগতি রেখে ৪০% মহার্ঘ ভাতা প্রদান, বেতন বৈষম্য দুরীকরণার্থে ১.৫ হারে বেতনস্কেল প্রদান, সচিবালয়ের ন্যায় সারাদেশের কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন, আউট সোর্সিং নিয়োগ প্রথা বাতিল করে নিয়োগকৃত জনবল রাজস্ব খাতে স্থানন্তর, টাইমস্কেল সিলেকশন করে পুনর্বহাল, পুলিশের ন্যায় রেশন প্রদান, পাহাড়ী অঞ্চলে পাহাড়ী ভাতা পূর্বের ন্যায় বহাল, নিয়োগের ক্ষেত্রে রেলের ন্যায় ৪০% পোষ্য কোটা সংরক্ষণ রাখা, সুদমুক্ত গৃহঋণ প্রদানসহ পরিষদের ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।