দেশপ্রেমিক নাগরিক পার্টি কর্তৃক আয়োজিত ২ এপ্রিল শনিবার ২০২২ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, জাতীয় আলেমদের মুক্তি ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ৯০’র ছাত্র আন্দোলনের অন্যতম নেতা জাগপা’র যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যনা মাওলানা ওবায়দুল হক, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন, বাংলাদেশ ইসলামী সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হাফিজুর রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি এ. কে রকিবুল ইসলাম রিপন।

সভাপতির বক্তব্যে দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আহসান উল্লাহ শামীম বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি কমাতে হবে। মাহে রমজান উপলক্ষে দিনের বেলা হোটেল রেস্তরা বন্ধ রাখতে হবে, মজুদদার কালোবাজারী ও মুনাফা খোরদের গ্রেফতার করতে হবে, সকল বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, জাতীয় আলেম বিশেষ করে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, মাওলনা মামুনুল হক, মুফতি ক্বারী ইব্রাহিম, মুফতি আমির হামজা ও মুফতি মনির হোসেন কাসেমীসহ সকল আলেম, ওলামাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। দেশের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্যে জনগণের দীর্ঘদিনের দাবি ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনের আগে একটি অন্তর্বতীকালীন সরকার সংবিধানে সংযোজন করে ক্ষমতা ছেড়ে দিতে হবে।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে জাগপা নেতা আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা ৯০ এ গণআন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। আজকের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের সকল দুর্নীতি, অপকর্মের বিরুদ্ধে দুর্বার গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। মুসলিম সমাজের চেয়ারম্যান বলেন, এই সরকার দলীয়করণ এমন পর্যায়ে পৌছেছে যে শেষ পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকেও দলীয়করণ করে ছেড়েছে। তথাকথিত গণজাগরণ মঞ্চের সদস্য ও ২০১৮ সালের নির্বাচনে নড়াইল ১ আসন থেকে নৌকার প্রার্থী মুফতি রুহুল আমিনকে নিয়োগ প্রদান করে বায়তুল মোকাররম মসজিদকে মুসল্লি শূন্য করার চেষ্টা করেছে। তিনি আরো বলেন, অনতিবিলম্বে এই নিয়োগ বাতিল করে দেশের শীর্ষ আলেমদের সমন্বয়ে পরামর্শ কমিটি গঠন করে একজন সর্বজন শ্রদ্ধেয় আলেমকে খতিব নিয়োগের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *