নিজস্ব প্রতিনিধি ঃমুজিব বর্ষে-স্বাধীনতার স্পর্শে- ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ডাক-স্বাধীনতার ঘোষণা-১৭ মার্চ জাতির পিতার শুভ জন্মদিন-জাতীয় শিশু দিবস-২৫ শে মার্চ কালো রাত্রি-ক্রাকডাউন-অপারেশন সার্চলাইট গনহত্যা-২৬ছে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস এবং আমেরিকা প্রবাসী নূরুল বাতেন ও শিশুসাহিত্যিক আসলাম সানী সম্পাদিত “শেখ হাসিনার জয় বিশ্বের বিস্ময়” গ্রন্থের শুভ উদ্বোধন উপলক্ষ্যে কথা- কবিতা- আবৃত্তি- গানে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদ ও বঙ্গবন্ধু লেখক পরিষদ উদ্দ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠান উদযাপন হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন  মুক্তিযোদ্ধা বিষয়ক মাননীয় মন্ত্রী জননেতা আ,ক,ম মোজাম্মেল হক। অনুষ্ঠান উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মৃধা বেনু। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিতিতে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু লেখক পরিষদের প্রধান উপদেষ্টা শিশুসাহিত্যিক কবি আসলাম সানী রচিত শিল্পী রাজিয়া মুন্নীর উদ্বোধনী সংগীত এবং আবৃত্তিকার আফরোজা কণার আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আমেরিকা প্রবাসী নূরুল বাতেন ও শিশুসাহিত্যিক আসলাম সানী সম্পাদিত “শেখ হাসিনার জয় বিশ্বের বিস্ময়” গ্রন্থের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সচিব কবি আসাদুল্লাহ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.হাকিম আরিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু লেখক পরিষদের সাধারণ সম্পাদক কবি বাপ্পী রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি শিশুসাহিত্যিক কবি রহীম শাহ।

অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিশুসাহিত্যিক কবি সুজন বড়ুয়া, শিশুসাহিত্যিক কবি আনজীর লিটন, কথাসাহিত্যিক শাফাত শফিক, কবি নবীরুল ইসলাম বুলবুল, কবি আন্তানূর হক,কবি মাদবর রফিক। অনুষ্ঠানে আবৃত্তি করেন উদ্বোধনী আবৃত্তিকার ড.শাহাদাৎ হোসেন নিপু, আবৃত্তিকার বদরুল আহসান খান, সৈয়দ একতেদার আলী।কথা-কবিতা-ছড়াপাঠ পর্বে অংশগ্রহণ করেন কবি আতিয়ার রহমান, কবি খাদেমুল ইসলাম, কবি মিহির কান্তি ভৌমিক, কবি লুৎফর চৌধুরী, কবি মালেক মাহামুদ, তানিয়া মাহমুদ, উত্তম অধিকারী , চিত্রশিল্পী কবি আবদুল মান্নান, কবি হেনা খান, নাহিদ আফরোজ লিজা, মৌসুমী সুমী, দীনেশ ডি রোজারিও, শিশু শিল্পী শাফিন,তানজিল, ঐতি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবদুল গনি মিয়া,ফেরদাউসী কুঈন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *