হৃদয় বৈরাগী:- মহান স্বাধীনতা জাতীয় দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন। শনিবার (২৬ মার্চ) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতৃবৃন্দরা। পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমিন এম তাওহীদ। সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ মুন্সী, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রাফি, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক রাসেল হোসাইন, কার্যনির্বাহী পরিষদ সদস্য জহিরুল ইসলাম সানি, মো. কিরণ, সোহাগ মিয়া, রাসেল মাহমুদ, রাকিব হোসেন শাওন প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিক সাথে আলাপকালে সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন এম তাওহীদ বলেন, স্বাধীনতার ইতিহাস সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ ৯ মাস যুদ্ধ সংগ্রামের পর পাকহানাদার বাহিনীদের পরাজিত করে ছিনিয়ে আনে স্বাধীনতা ও লাল সবুজের পতাকা। আজ স্বাধীনতা অর্জনের ৫০ বছর পার হলেও সেই পাকিপ্রেমী দেশে আজও তৎপর রয়েছে। যারা দেশবিরোধী সমাজবিরোধী তাদের এদেশে না থাকাই ভাল। তাই দেশের প্রতিটা মানুষের স্বাধীনতা সম্পর্কে জানতে হবে এবং জানাতে হবে। দেশের গণমাধ্যমে কর্মরত প্রিয় সাংবাদিক বন্ধুরা সে বিষয়ে অগ্রণী ভুমিকা পালন করবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *