বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বলেআজকে আমরা পতাকা পেয়েছি

0
56

নিজস্ব প্রতিনিধি ঃএম.এ জলিল১৯৭১ সনের আজকের এই দিনে ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে শেরে বাংলার লাহুর প্রস্তাব দিবস পালন এবং পাকিস্তান নয় বাংলাদেশের পতাকা উত্তোলন করে পল্টন ময়দানে যেই পতাকা ও স্বাধীনতা স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

দিবসটি পালন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ আজ বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ৫ম তলায় এক আলোচনা সভা করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল।বক্তব্য রাখেন ন্যাপ ভাসানীর কেন্দ্রীয় নেতা বারি সরকার, বরিশাল বিভাগ সমিতির অন্যতম সদস্য মুকিম হক, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি দেওয়ান খায়রুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সমির রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।সভাপতির ভাষনে এম এ জলিল বলেন পাকিস্তানের শোষন শাসন থেকে মুক্তির লক্ষ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছাত্র সংগ্রাম পরিষদ স্বাধীন বাংলাদেশ এর পতাকা বঙ্গবন্ধুর বাস ভবন ৩২ নম্বর রোডের বাসায় বঙ্গবন্ধুর কাছে অর্পন করেন।

দিবসটি পালন উপলক্ষ্যে আমাদের লক্ষ্য যেই স্বাধীন দেশ ও পতাকা স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু আমরা এই স্বাধীন দেশ ও পতাকা অক্ষুন্ন রাখব এবং আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাক্ষিত বাংলাদেশ গড়ব। আসুন আমরা যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্রধরে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি তারা সবাই ঐক্য করি এবং বাংলাদেশকে সন্ত্রাস, জঙ্গীবাদ, দূর্নীতি, মাদক, তালেবান, কিশোর গ্যাং মুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আইনের শাসনের ক্ষুদা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ব। তবেই স্বার্থক হবে আজকের এই পতাকা দিবস পালন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে