নিজস্ব প্রতিনিধি:-দেশপ্রেমিক নাগরিক পার্টির মানববন্ধনে পবিত্র মাহে রমজানের আগে জাতীয় আলেমদের মুক্তি দিন এবং দ্রব্যমূল্যের উর্ধগতি ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তরা বলেন, এ সরকার মজুদদার ও মুনাফা খোরদের প্রতিষ্ঠিত করতে দ্রব্যমূল্যের বাজারে কৃত্তিম সংকট সৃষ্টি করেছে। যার ফলে গৃহবধুরা সংসার ছেড়ে টিসিবি’র গাড়ির পিছনে লম্বা লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকেও পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য সংগ্রহ করতে পারছে না। সাধারণ মানুষের দুঃখ, দুর্দশা বোঝার ক্ষমতা এ সরকারের নাই। সারা বাংলাদেশের মানুষের মাঝে ক্ষোভ ও অশান্তি বিরাজ করছে। কোথাও শান্তি ও স্বস্থি নেই। মানুষের নাগরিক অধিকার হারিয়ে অনিশ্চয়তায় দিন পার করছে। অদ্য সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দেশপ্রেমিক নাগরিক পার্টি কর্তৃক আয়োজিত দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে উপরোক্ত কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আহসান উল্লাহ শামীম সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশে বিরোধী রাজনীতিবিদদের প্রতি গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ উঠেছে এ সরকারের বিরুদ্ধে।

প্রহসনের নির্বাচন করে ক্ষমতা গ্রহণের পর জনগণের দৃষ্টি ভিন্নদিকে নিয়ে যেতেই একের পর এক নানা অপকৌশল করে যাচ্ছে। যার প্রমাণ ৯০% মুসলিমদের দেশে মদের লাইসেন্স দেয়ার ঘৃন্য চক্রান্ত করা হচ্ছে। এদেশ শাহজালাল, শাহ আলী, শাহ পরানসহ অসংখ্য আউলিয়াদের পুণ্যভূমি। এদেশে ইসলাম বিরোধী যে কোন ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিরোধ করা হবে। তিনি আরো বলেন, রাজনীতি করার অধিকার সকল মানুষের রয়েছে। এদেশের প্রবীণ আলেম ওলামা যথা প্রখ্যাত আলেম ও আন্তর্জাতিক মোফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, মুফতি আমীর হামজা, প্রখ্যাত আলেম মুফতি কাজী ইব্রাহিম, আল্লামা মামুনুল হক, মুফতি মনির হোসেন কাসেমীসহ সকল আলেমদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।১৯ মার্চ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশপ্রেমিক নাগরিক পার্টি কর্তৃক আয়োজিত  মানববন্ধনে দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান মোফাসসির অধ্যাপক বাজলুর রাহমান আমিনী, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মাসুদ হোসেন, বাংলাদেশ জাষ্টিস পার্টির চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রুহুল আমিন, মোঃ খায়রুলসহ দেশপ্রেমিক নাগরিক পার্টির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *