ডিজিটালাইজেশনের যুগে সময়কে সম্পদে পরিনত করার অঙ্গিকার নিয়ে “ইয়োথ ডেভলপমেন্ট ফর ফিউচার” ওয়েব এর শুভ যাত্রা

0
68

স্টাফ রিপোর্টঃ জাতীয় প্রেসক্লাবে ইয়োথ ডেভলপমেন্ট ফর ফিউচার ওয়েব সাইটের শুভ যাত্রা অনুষ্ঠিত হলো। ওয়েব সাইটের উদ্বোধন করেন ইয়োথ ডেভলপমেন্ট ফর ফিউচার এর চেয়ারম্যান এর মাতা উষা রানী এদবর। জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চে ভাষণ বিশ্ব দরবারে গৌরবের মহিমায় মহিয়ান্বত করেছে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে। ঐতিহাসক ৭ই মার্চের এই শুভ দিনে শুরু হলো ইয়োথ ডেভলপমেন্ট ফর ফিউচার ওয়েব সাইটের শুভ যাত্রা।

৭ই মার্চ ২০২২ রোজ সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিকাল ৩.০০ থেকে ৯.০০ ঘটিকায় জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনার মধ্য দিয়ে www.yd4f.com ওয়েব সাইটির যাত্রা শুরু হলো। ডিজিটালাইজেশনের যুগে সময়ে সম্পদে পরিনত করার লক্ষ্যে এবং সকলকে কর্মে সম্পৃক্ত করতেই এই উদ্যোগে। এই সাইটের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের স্বাক্ষর রাখতে বিশেষ করে যুব সমাজকে ভালো কাজের মাধ্যমে আয়ের পথ দেখাবে। ইয়োথ ডেভলপমেন্ট ফর ফিউচার এর চেয়ারম্যান গৌতম কুমার এদবর আশা করেন আগামী দিনে মোবাইল ও নেট ব্যাবহার করে সকলে কিছু বাড়তি আয়ের সুযোগ পাবে। আগামী দিনের প্রতিযোগীতা মূল্যক বিশ্বে এই ওয়েব সাইটটি ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে