ট্রাব মুজিববর্ষ স্বাধীনতা উৎসব সম্মাননায় ভূষিত হবেন জনপ্রিয় সংগীতশিল্পী এস ডি রুবেল। বিনোদন সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ-ট্রাব এর উদ্যোগে আগামী ১২মার্চ ২০২২ শনিবার বিকেল ৫টায় ঢাকা ক্লাব স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে আয়োজিত ট্রাব মুজিববর্ষ স্বাধীনতা উৎসব,সম্মাননা ও সাংস্কৃতিক অনষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী এস ডি রুবেলকে ট্রাব মুজিববর্ষ স্বাধীনতা উৎসব সম্মাননা-২০২২ এ ভূষিত করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এ উৎসবে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন এবং গুরুত্বপুর্ন বক্তব্য রাখবেন,বিশেষ অতিথি থাকবেন নিরাপদ সড়ক চাই-নিসচা’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
চলচ্চিত্র,টেলিভিশন,সংগীত,ক্রীড়া,শিল্প বানিজ্য ও সাহিত্যাঙ্গনের তারকা ব্যক্তিত্বরা এ উৎসবে অংশগ্রহণ ও পারফর্ম করবেন। উৎসবে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান,অভিনেত্রী তারিন জাহান,সংগীতশিল্পী এস ডি রুবেল,নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক কবিরুল ইসলাম রতনসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে ট্রাব মুজিববর্ষ স্বাধীনতা উৎসব সম্মাননায় ভূষিত করা হবে। ট্রাব মুজিববর্ষ স্বাধীনতা উৎসব-২০২২ এর মিডিয়া পার্টনার এটিএন বাংলা।উৎসবকে সাফল্য মন্ডিত করার জন্য বিশিষ্ট সাংবাদিক বাদল আহমেদকে চেয়ারম্যান এবং বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার হামিদ মোহাম্মদ জসিমকে সদস্য সচিব করে উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে।উৎসবকে সুন্দর ও জমজমাট করার জন্য টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ-ট্রাব এর সভাপতি সালাম মাহমুদ সকল মহলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।