নিজস্ব প্রতিনিধি:ভুক্তভোগী রয়েল দাস (৩০) চট্টগ্রাম হালিশহরের আচার্য পাড়ায় গত ২৬শে ফেব্রুয়ারী সকাল ১০ টার সময় রয়েল দাস তার নিজের দোকানে বেচা কেনা করতেছে, এই মহূর্তে এলাকার সন্ত্রাসী আলামিনের নেত্রীত্বে ২০/২৫ জন লোকজন নিয়ে রয়েল দাস এর উপর দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে হামলা করে, এলোপাতাড়ি মারধর করে, দোকান ভাংচুর করে ও নগদ ৫০০০০ টাকা লুট করে নিয়ে যায়।
২৮/০২/২০২২ ইং হালিশহর থানায় অভিযোগ দিলে এস আই শিহাব উদ্দিন এর মাধ্যমে গতকাল বৈঠক হয়, কিন্তু এতে কোনো মিমাংসা হয় নাই, এবং আসামিকে গ্রেপ্তারও করেনি, তাকে মেরেফেলার হুমকি দিয়েছে, সে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মাথায় চরম আঘাত নিয়ে ২৬ তারিখ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ২ দিন ছিলেন।