নিজস্ব প্রতিনিধি:করোনাভাইরাস প্রতিরোধে কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে তিনি কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় ডোজ গ্রহণ করেন।ভ্যাকসিন গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন. প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও দক্ষ নেতৃত্বের কারণে করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে আছে। দেশের জনগণকে স্বাস্থ্য সুরক্ষা দেয়ার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃতত্বে সরকার প্রথম থেকে সচেষ্ট রয়েছে।  উপযুক্ত সকল জনগণের কোভিড-১৯ এর ভ্যাকসিন  সরকার নিশ্চিত করবেন বলে তিনি প্রত্যাশা করেন। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ও সবাইকে করোনাভাইরাস প্রতিরোধে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করার জন্য আহ্বান জানন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *